ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈশানাকে বিয়ে করলেন নিলয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:২৫, ১৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বিয়ে করেছেন নিলয়-ঈশানা! দাম্পত্য জীবনে সুখে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নিলয়! নিলয় তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই দোয়া কামনা করেন।

ঈশানার সঙ্গে হাসিমুখের একটি ছবি পোস্ট করে নিলয় লিখেছেন, ‘ফিলিং লাভ’, ‘নতুন সংসার, সবাই দোয়া করবেন।’

ফেসবুকে নিলয়ের স্টাটাস দেখে দর্শকের চোখে কপালে ওঠার মতো অবস্থা। সবাই ধারণা করে বসেন, অভিনেত্রী শখের সঙ্গে দাম্পত্য জীবনে ছন্দপতনের পর নিলয় কি সত্যিই ঈশানাকে বিয়ে করলেন?

এ বিষয়ে নিলয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। তবে ঈশানা খুললেন রহস্যের জট। তিনি বলেন, বিয়ে-টিয়ে কিছু না। নিলয়ের সঙ্গে নতুন একটি ধারাবাহিক নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে আমাকে। সে (নিলয়) মজা করেই ফেসবুকে ওটা লিখেছে!

এই ধারাবাহিক নাটকের নাম ‘উল্টো স্রোত’। নাটকটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল।

আর/ডব্লিউএ্ন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি