ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার মারাঠি সিনেমায় মাধুরী দীক্ষিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

৫০ বছরেও তিনি তরুণী। হাসিতে এখনও ঝলমল করে ওঠে কোট তরুণের হৃদয়। সেই মাধুরী দীক্ষিত এবার অভিনয় করছেন মারাঠি সিনেমায়। যদিও এখনো নাম ঠিক করেননি নির্মাতা তেজস প্রভু বিজয়। দেবশ্রী শিবাদেকরের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছে তিনি।

জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে হাস্যরসাত্মক বিষয়ও থাকবে বলে জানা গেছে।

সিনেমাটি নিয়ে মাধুরী বলেন, ‘এটি আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা। তারপর এতে ইতিবাচক কিছু বিষয় রয়েছে। এটি আপনাকে শুধু আশা ও প্রেরণা দিবে তা নয়, সত্যিকার অর্থে বেঁচে থাকার সাহসও যোগাবে। সিনেমাটি বেছে নেয়ার সবচেয়ে বড় কারণ এর মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়া যাবে।’

চলতি বছরের শেষে সিনেমার কাজ শুরু হবে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ব্লু মাসটাঙ্গ ক্রিয়েশনের অশোক সুবেদার ও আরতি সুবেদার।

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি