ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপাবলির উপহার ‘টাইগার জিন্দা হ্যায়’র পোস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৪০, ১৯ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সালমান ভক্তদের দীপাবলির উপহার ‘টাইগার জিন্দা হ্যায়’ চলচ্চিত্রের পোস্টার। পরিচালক আলী আব্বাস জাফর টুইটারে ছবিটির পোস্টার শেয়ার দিয়েছেন। তবে পোস্টার প্রকাশ পেলেও ছবিটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর।

জাফর লিখেছেন, ‘দীপাবলির উপহার। পছন্দ হয়েছে? বাকিটুকু বড়দিনে পাবে’।

ছবিটির পোস্টারে লেখা ছিল, ‘নো ওয়ান হান্টস লাইক অ্যা ওউন্ডেড টাইগার’। অর্থাৎ ‘আহত বাঘের মতো আর কেউ শিকার করতে পারে না’।

ছবিটির পোস্টারে সালমানকে পুরোপুরি দেখা যায়নি। বরং সালমানের চেহারা আড়াল করা হয়েছে অত্যাধুনিক বন্দুকের আড়ালে। এ ছাড়া সালমানের কপালে আঘাতের চিহ্নও দেখা গেছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব হিসেবে ইয়াশ রাজ ফিলমসের ব্যানারে নির্মাণ করা হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। শুরু থেকেই চলচ্চিত্রটির শুটিংয়ের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করছেন পরিচালক আলী আব্বাস জাফর। জাফরের পরিচালনায় এটি সালমানের দ্বিতীয় চলচ্চিত্র। এর আগে ‘সুলতান’ ছবিটিও পরিচালনা করেছিলেন জাফর। বড়দিনকে কেন্দ্র করে চলতি বছরের ২২ সেপ্টেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

সূত্র : এনডিটিভি

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি