ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

ইউটিউব মাতাচ্ছে ‘টিকাটুলি’র মিমো (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ১৯ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:২৪, ১৯ অক্টোবর ২০১৭

সময়ের আলোচিত ঢাকাই সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হতে না হতেই সুপারহিটের তালিকায় সিনেমাটি।

ছবিটির অন্যতম আকর্ষণ ‘টিকাটুলি’ শিরোনামের জনপ্রিয় আইটেম গান। নতুন করে রেকর্ডিং করে গানটি ব্যবহার করা হয়েছে ছবিতে। আইটেম গানের আদলে নির্মাণ করা হয়েছে গানটি। মনোমুগ্ধকর কোরিওগ্রাফি ও আইটেম রাণী মিমোর চোখের নেশায় বিভোর হয়েছেন দর্শক। ১৭ অক্টোবর আইটেম গানের পুরো ভিডিওটি প্রকাশ হয়েছে ইউটিউবে। প্রকাশের প্রথম দিনে থেকেই ঝড় বইছে ইউটিউবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৪৮০ বার। ছবি মুক্তির আগে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছিল।

মতিন চৌধুরীর গাওয়া জনপ্রিয় এ গানটি ছবিতে নতুন করে সুর ও  সংগীতায়োজন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে গানের কথার কিছু অংশও। তবে নতুন গানটিতেও কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী। সুর শাহীন কামাল। গানটির কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত ও মীর মাসুম। কথা লিখেছেন মতিন চৌধুরী ও মামুন আকন্দ।

গানটির সঙ্গে নেচেছেন চিত্রনায়িকা মিমো ও নবাগত চিত্রনায়ক সাঞ্জু জন। ছবির গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি হয়েছে।

 

আইটেম গানটি দেখুন :

 

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি