ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্নোস্টারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৫, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

তিনি পর্নো জগতের তারকাদের তারকা। নাম মিয়া খলিফা। এবার তার বিরুদ্ধে উঠেছে পরকীয়ার অভিযোগ। পর্নোস্টারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ! ভাবা যায়?

সম্প্রতি এক মার্কিন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে জনপ্রিয় কানাডিয়ান অভিনেত্রী আয়েশা কারি তার খ্যাতিমান বাস্কেটবল খেলোয়াড় স্বামী স্টিফেন কেরি এবং তার ব্যক্তিগত প্রণয়ের বেশ কিছু কথা প্রকাশ করতে গিয়ে বলেন, বলা চলে স্টিফেন আমার চেয়ে আমার নগ্ন পা`কেই বেশি ভালোবাসে।

আমার খালি পা দেখলেই ও রীতিমত পাগল হয়ে যায়। তাই স্টিফেন আমার কাছে, আমার কোনো আবেদনময়ী ছবি চাইলেই, আমি তাকে আমার খালি পায়ের ছবি পাঠিয়ে দেই।

কথাটি মনে হয় আবার মিয়া খলিফা বেশ ভালো করেই মনে রেখেছে। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি নিজের নগ্ন পা জোড়ার একটি ছবি তুলেছে, সেই ছবি আয়েশার স্বামী স্টিফেনকে ট্যাগ করেছেন। 

এখানেই শেষ নয়, মিয়া খলিফার পায়ের সেই ছবির ক্যাপশনে লেখা আছে `আমার পায়ে একটুখানি চুমুক দিয়ে দেখ।`

মিয়া খলিফার এই ছবি দেখে অনেকেই মনে করছেন তিনি নিজের পায়ের ছবি দিয়ে ওই অভিনেত্রীর স্বামীর সঙ্গে প্রেম করার চেষ্টা চালাচ্ছেন।

সূত্র : ডেইলি মেইল

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি