ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেকর্ড গড়ল আমিরের ‘সিক্রেট সুপারস্টার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৪, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

প্রথম দিনেই বক্স অফিস রেকর্ড করেছে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’। আয় করেছে ১৬ কোটি রুপি। সংশ্লিষ্টদের ধারণার চেয়েও বেশি আয় করে ভেঙে দিয়েছে বরুন ধাওয়ানের ‘জুড়ুয়া ২’ ছবির রেকর্ড।

বক্স অফিস সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন, প্রথম দিনে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-এর আয় হবে ১৫ কোটি রুপি। কিন্তু প্রথম দিনে ‘সিক্রেট সুপারস্টার’ আয় করেছে ১৬ কোটি রুপি। এর মাধ্যমে বরুনের ‘জুড়ুয়া ২’ কে হটিয়ে এ বছর মুক্তির প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ডটি দখলে নিয়েছে ‘সিক্রেট সুপারস্টার’।

বক্স অফিস সংশ্লিষ্টদের ধারণা, চীনে মুক্তি পেলে ছবিটির আয় এক হাজার কোটি রুপিতে পৌঁছাবে। ভারতজুড়ে প্রায় এক হাজার ২০০টিরও বেশি হলে মুক্তি পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’। এর মধ্যে দিল্লি এবং মুম্বাইয়ের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে ছবিটি ছিল হাউসফুল।

সূত্র : ইন্ডিয়া টুডে।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি