ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন তিন ছবিতে ডিএ তায়েব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৬, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৪, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ডিএ তায়েব। ছোট পর্দার অভিনেতা। তবে গত ঈদে ‘সোনা বন্ধু’ ছবির মধ্যদিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হন তিনি। নতুন খবর হচ্ছে- একই সঙ্গে তিনটি ছবির ঘোষণা দিয়েছেন তায়েব। ছবি তিনটি হচ্ছে নার্গিস আক্তারের ‘দরদী’, বদরুল আলম খোকনের ‘কাঙ্গাল’ ও মনির সিদ্দিকীর ‘পথের মানুষ’।

আগামী ডিসেম্বর থেকে ‘কাঙ্গাল’ ছবির শুটিং শুরু করবেন তিনি। এ ছবিতে তিনি জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে। ‘পথের মানুষ’ ছবিতে দেখা যাবে ওপার বাংলার কোনো একজন অভিনেত্রীকে। এছাড়া খুব শিগগির ‘দরদী’ ছবির নায়িকা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

নতুন তিন ছবি প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘সোনা বন্ধু’ ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করে অনেকদিন সেটি দেখার অপেক্ষায় ছিলাম। দর্শকদের ভালোবাসায় নতুন ছবিতে কাজ করার সাহস পাচ্ছি। এই তিনটি ছবিতে নিজেকে আরো বেশি ভাঙতে পারবো বলে বিশ্বাস করি। প্রথম ছবির মতো এই তিনটি ছবিতেও দর্শকদের জন্য নানা চমক থাকবে।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি