ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

তিশার নতুন বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:৩৯, ২১ অক্টোবর ২০১৭

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তার পরবর্তী সিনেমার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে তিনি তার ভেরিফাইড ফেসবুক ফ্যানপেজে এ ঘোষণা দেন।

ফ্যান পেজে তিনি লিখেছেন,

‘ব্রেকিং নিউজ!

নুসরাত ইমরোজ তিশার পরবর্তী ছবি “স্যাটারডে আফটারনুন” ওরফে “শনিবার বিকেল”।  
শ্যুটিং শুরু হবে ডিসেম্বরে।

অস্কার নমিনেটেড এবং অ্যাপসা জয়ী “ওমার” ছবির তারেক চরিত্রে অভিনয় করা প্যালেস্টাইনি অভিনেতা ইয়াদ হুরানি আছেন ছবিতে।

প্রধান চরিত্র আরো অনেক বাকী আছে। অভিনেতা-অভিনেত্রী নির্বাচন এখনো চলমান। শিগগিরই সব জানা যাবে।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কোলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়াল থাকছে প্রযোজকের দায়িত্বে।

এছাড়াও জার্মান প্রযোজক আনা কাচকো আছেন কো-প্রডিউসার হিসেবে। এর আগে তার প্রযোজিত দুটি ছবি বার্লিন এবং ভেনিসে ছিলো। একটা বার্লিনে পুরস্কারও জিতেছিলো।

এই ছবিতে সিনেমাটোগ্রাফার হিসেবে আছেন আজিজ জাম্বাকিয়েভ। মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিনেমাটোগ্রাফির জন্য সিলভার বিয়ার জিতেছেন তিনি।

এই শুভ খবর মনে নিয়েই চলুন ২৭-ই অক্টোবর “ডুব” ওরফে “নো বেড অফ রোজেজ” দেখার জন্য তৈরি হই।’

এই স্ট্যাটাসের সঙ্গে তিনি কিছু ছবিও দিয়েছেন ফেসবুকে।

এসএ/ডব্লিউএন

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি