ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

ব্র্যাডের আসল প্রেমিকা এলা পার্নেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ২১ অক্টোবর ২০১৭

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাডের ১২ বছরের সম্পর্ক ভেঙেছিলো গত নভেম্বরে। তারপর থেকেই অফিসিয়ালি ‘সিঙ্গেল’ এই দুই হলিউড তারকা। তাঁরা যে আপাতত সিঙ্গেল প্রকাশ্যে তেমনটাই জানিয়েছিলেন দুজন। কিন্তু গোপনে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন ব্র্যাড পিট।

কিছু দিন আগেই ব্র্যাডের সঙ্গে সিয়েনা মিলার এবং কেট হাডসনের প্রেমের জল্পনা তুঙ্গে উঠেছিল। অনেকেই বলেছিলেন, মাঝে মাঝেই নাকি নতুন বান্ধবীদের সঙ্গে ডেট করছেন ব্র্যাড। এ বার আরও এক ধাপ এগিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। ব্র্যাডের আসল প্রেমিকা নাকি ব্রিটিশ অভিনেত্রী এলা পার্নেল।

সুপারস্টারের সঙ্গে এলার প্রেম নাকি বেশ জমে উঠেছে। প্রেম নাকি গাঢ় হয়ে উঠেছে। একটি ছবিতে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনার ছোটবেলার ভূমিকায় এলার অভিনয় করার পর থেকে শুরু হয় কানাকানি। আবার এলা নাকি দেখতে অনেকটা অ্যাঞ্জেলিনার মতো।

যদিও এলা সরাসরি তাঁদের প্রেম নিয়ে সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। এমনকী তাঁরা যে শুধুমাত্র সহকর্মী, দাবি করেছেন তাও।

তবে সরাসরি এলা বা ব্র্যাড কেউই কিন্তু এ নিয়ে এখনও মুখ খোলেননি।

 

সূত্র : দ্য সান

 

এসএ/এআর

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি