ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের গোপন প্রেম ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২১ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৭:৩৬, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার সালমান খান। তিনি যে কবে বিয়ে করবেন, তা কারও জানা নেই। তবে বিয়ে নিয়ে সালমান খানের যতটা না মাথা ব্যথা রয়েছে, তার থেকে অনেক বেশি মাথা ব্যথা তার ভক্তদের। তবে কেনো তিনি আজও বিয়ে করছেন না- সেই প্রশ্নের জবাব মনে হয়ে প্রকাশ করলেন সালমান। গোপন প্রেম এবং সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি।

কিশোর বয়সে নাকি একবার প্রেমে পড়েছিলেন ভাইজান।  

এ প্রসঙ্গে সালমান বলেন, ’১৬ বছর বয়স ছিল তখন। সেই সময়ে একটা মেয়েকে খুব পছন্দ করতাম। কিন্তু সেই কথা ওকে বলার সাহস ছিল না। সেই সময়ে মেয়েটি আমার অন্য দুই বন্ধুর সঙ্গে ডেট করতো। ও আমার বন্ধু ছিল। কোনওদিনই আমাকে রোম্যান্টিকভাবে দেখেনি। যখন অন্য কেউ ওর সঙ্গে প্রেম করতো, আমার মন ভেঙে যেত।’

সালমান আরও বলেন, ‘ওর একটা কুকুর ছিল। যাকে ও একেবারেই সামলাতে পারতো না। একবার কুকুরটা আমাকে কামড়ে দিয়েছিল। তখন আমি শুধু কুকুরটার দিকে হাত তুলতে গিয়েছিলাম। ও আমার উপর চিৎকার করে ওঠে। সেই সময়ে বুঝতে পেরেছিলাম, ও আমাকে পছন্দ করে না। ওর কুকুর আমাকে পছন্দ করে না। আর ওর পরিবারের লোকজন? প্রশ্নই ওঠে না। এরপর কিছুদিন মনঃকষ্টে ছিলাম। তখন মনে হয়েছিল, জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু আজ ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজ পর্যন্ত ওর নাম নেইনি। নিশ্চিত জানি যে ও এখন সুখী। ওকে দেখিনি প্রায় ৩৫ বছর হয়ে গেল।’

 

সূত্র : জি নিউজ

 

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি