ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরাট-আনুষ্কার খুঁনসুঁটির ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছুই বলেন না বিরাট-আনুষ্কা। কিন্তু কখনও কখনও বলছেন, সারাজীবন আনুষ্কার জন্য ফিট থাকবেন বিরাট। আবার কখনও আনুষ্কাকে ছা়ডা তিনি রিয়েলিটি শো-র ফাইনাল এপিসোড দেখবেন না। একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

যে যাই বলুক বা ভাবুক গোপনে চলছে দুইজনের রসায়ন। নিজেরা প্রেমের কথা গোপন রাখলেও তাঁদের প্রেম নিয়ে মেতে থাকেন সবাই। রিয়েল লাইফের সেই রসায়ন এবার রিল লাইফে ভক্তদের সামনে দৃশ্যমান। আর সেখানে গোপন থাকল না প্রেম।

নতুন খবর হচ্ছে- ভক্ত ও অনুসারিদের জন্য চমক নিয়ে এলেন দুই মেরুর দুই তারকা। এ যেনো দুষ্টু দুষ্টু প্রেম কাহিনী। আনুষ্কার চোখে চোখ রেখে বিরাট বলেন, ‘সারাজীবন তোমার খেয়াল রাখব।’ থামলেন অনুষ্কা। আবেগ ঝরা গলায় বলে উঠলেন, ‘আমিও’।

নতুন একটি বিজ্ঞাপনে বিরাট-আনুষ্কার মিষ্টি প্রেম দেখে ভক্তরা থমকে গেছেন। ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে বিজ্ঞাপনটি।

 

সূত্র : জি নিউজ

 

দেখুন বিরাট-অনুষ্কার খুনসুটির  ভিডিওটি :


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি