ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

অপু বিশ্বাসকে নিয়ে অপপ্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ২২ অক্টোবর ২০১৭

অপু বিশ্বাসকে নিয়ে চলছে বিভিন্ন ধরণের অপপ্রচার। এমন কিছু ঘটছে যা তিনি নিজেও জানেন না। আবার জানলেও তা সামান্য। সম্প্রতি অপু আবারও সিনেমায় আসছেন, নতুন সিনেমায় শুটিং শুরু করছেন এমন নানান খবর প্রকাশ পাচ্ছে। কিন্তু এ বিষয়ে তিনি কিছুই নাকি জানেন না।  

বিষয়টি নিয়ে অপু বলেন, ‘আগে থেকেই বলছি নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলে গণমাধ্যম ও আমার দর্শক সবাইকে জানিয়েই সাইন করব। যেহেতু আমি এখনও আপনাদের জানাইনি তাই এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হয়নি। এটাই সত্যি কথা।’

‘কাঙাল’ নামের নতুন একটি ছবিতে ডিএ তায়েবের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করছেন এমন খবর প্রকাশ পায় গণমাধ্যমে। জানা যায়, ছবিটি পরিচালনা করবেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। কিন্তু অপু বললেন ভিন্ন কথা।

ছবি প্রসঙ্গে অপু বলেন, ‘কাঙাল প্রসঙ্গে যে আমি কিছু জানি না তা কিন্তু নয়। ছবিটিতে আমাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। আমি ছবিতে অভিনয়ে সায় দিইনি। কারণ আমি মনে করি ছবির জন্যে আমি এখনও পূর্ণ প্রস্তুত নই। তাই এখন নিজেকে ফিট রাখার মিশনেই রেখেছি। পুরোপুরি তৈরি না হয়ে নতুন ছবিতে কাজ করব না।’

 

এসএ / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি