ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজকুমারে বিরক্ত ঐশ্বরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ২২ অক্টোবর ২০১৭ | আপডেট: ১০:২৪, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে নিয়ে স্বপ্নে দেখেন অনেকেই। কল্পনায় ভাবেন নিজের স্বপ্নের রাণী হিসেবে। তবে ভক্তদের এমন আচরণে বিরক্তির কোন কারণ খোঁজেন না এই বলিউড অভিনেত্রী। কিন্তু বিরক্তির কারণ যদি হয় বলিউডেরই কোন তারকা তবে কি করবেন ঐশ্বরিয়া!

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেয়েছে নতুন খবর। বলিউডের উঠতি তারকা রাজকুমার রাও নাকি ঐশ্বরিয়ার ঘুম হারাম করে দিয়েছেন। জানা গেছে, সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাজকুমার। ‘ফ্যানি খান’ নামক ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। আর সেই সুযোগেই ঐশ্বরিয়ার ঘুম হারাম করে চলেছেন তিনি।

সারাক্ষণ অ্যাশের ফোনে কল আর মেসেজ দিয়ে এটা সেটা জানতে চাচ্ছেন রাজকুমার। ‘ফ্যানি খান’ ছবির ইউনিটের একটি সূত্র জানিয়েছে ঐশ্বরিয়াকে নিয়ে রাজকুমার রাওয়ের পাগলামিটা একটু বেশিই হচ্ছে। শুটিং সেটেও নাকি সারাক্ষণ ঐশ্বরিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকেন তিনি এবং তার বিপরীতে অভিনয় করতে পারছেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন।

উল্লেখ্য, রাজকুমার রাও- এর সর্বশেষ মুক্তি পাওয়া ‘নিউটন’ ছবিটি সাড়া ফেলেছে বলিউড বক্স অফিসে। পেয়েছে অস্কার নমিনেশনও।

 

সূত্র : এনডিটিভি

 

এসএ /  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি