ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকায় নয়, ‘ডুব’র প্রিমিয়ার হবে কলকাতায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২৩ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত ছবি ‘ডুব’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি ঢাকায় নয়, প্রিমিয়ার হবে কলকাতায়।

সংবাদটি নিশ্চিত করেছেন ‘ডুব’ ছবির বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘ছবির চারজন প্রধান অভিনয় শিল্পীর মধ্যে দুইজন বাংলাদেশের এবং দুইজন ভারতের। ছবির পরিচালক এবং চিত্রনাট্যকার বাংলাদেশের। চিত্রগ্রাহক, সম্পাদক, সংগীত পরিচালক বাংলাদেশের। গল্প বাংলাদেশের। মহরত হয়েছে বাংলাদেশে। শুটিংও হয়েছে বাংলাদেশে। তাই  ভারতীয় অংশের প্রযোজক ছবির প্রিমিয়ার বাংলাদেশে না করে ভারতের কলকাতায় করতে চেয়েছেন। আর তাদের এই চাওয়া আমাদের কাছে যুক্তিসংগত মনে হয়েছে। তাই আমরা প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছি ছবির প্রিমিয়ার শো হবে কলকাতায়।’

তিন্ আরও বলেন, ‘২৬ অক্টোবর সন্ধ্যায় প্রিমিয়ারে অংশ নিবেন ইরফান খান, মোস্তফা সরোয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র  এবং ছবির প্রযোজকরা।’

এ বিষয়ে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ‘ছবির প্রিমিয়ারে তো বন্ধুবান্ধব আর কাছের মানুষেরা অতিথি হিসেবে উপস্থিত থাকেন। তারা সবাই আমাদের সিদ্ধান্ত বদলের কারণ উপলব্ধি করতে পারবেন। প্রিমিয়ারে হোক আর প্রক্ষাগৃহে হোক, ছবি দেখার অভিজ্ঞতা কিন্তু একই। তাই বন্ধুদের সবাইকে বলব, প্রক্ষাগৃহে ছবিটি দেখুন। দু’দেশেই ‘ডুব’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর।’

উল্লেখ্য, ‘ডুব’ ছবিটি বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান। সঙ্গে আছেন টালিগঞ্জের পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে। 

 

এসএ/ এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি