ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পরীমনির পছন্দের রঙ নীল সাদা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৪ অক্টোবর ২০১৭

ঢালিউডের জনপ্রিয় মুখ পরীমনির জন্মদিন আজ। দিনটি উদযাপন উপলক্ষ্যে রাজধানীর একটি  রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। মূলত পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা থাকবেন এই অনুষ্ঠানে। এ ছাড়া আজ কিছু সুবিধাবঞ্চিত পথশিশুর সঙ্গে সময় কাটাবেন পরী।

তবে জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেসকোড রাখা হয়েছে। অতিথিদের অনুরোধ করা হয়েছে নীল-সাদা রংয়ের ড্রেসে আসতে। অর্থাৎ অনুষ্ঠানের ড্রেসের ‘থিম’  নীল-সাদা। সম্ভবত পরীমনি পছন্দ নীল সাদা রং।

এ বিষয়ে পরী বলেন, প্রতিবারের মতো এবারো বন্ধু-বান্ধবদের নিয়ে দিনটি উদযাপন করতে চাই। আমার নাম যেহেতু পরী, তাই থিম রেখেছি ‘নীল ও সাদা’। কারণ প্রায়ই শোনা যায় নীল পরী-সাদা পরী। তাই এই রংটাকে প্রাধান্য দিয়েছি।  

তিনি আরও বলেন, নীল-সাদা আমার খুব পছন্দ। এ দুটিতেই কেমন যেন শুভ্রতার ছোঁয়া রয়েছে।

সন্ধ্যার পর বন্ধু-বান্ধবদের নিয়ে জন্মদিনের উৎসব পালন করলেও দিনের বেলা রাজধানীর একটি পথশিশু কেন্দ্রে সময় দেবেন এই অভিনেত্রী। সুবিধাবঞ্চিত এসব শিশুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেবেন।

প্রসঙ্গত, ১৯৯২ সালের এই দিনে পৃথিবীর আলো দেখেন পরীমনি। আজ তার ২৫তম জন্মদিন।

এসএ/এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি