ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়েকে সিনেমায় দেখতে চান না সঞ্জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এ কথা প্রায় সবারই জানা- সঞ্জয় ও তার প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশলা দত্ত সঞ্জয়েরে চোখের মণি। সম্প্রতি ইন্সটাগ্রামে ঝড় তুলেছে সঞ্জয়কন্যা ত্রিশলা দত্তের আবেদনময় ছবি।

 নিউইয়র্কে বসবাসরত ত্রিশলা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনময় ছবি প্রকাশ করে নজর কেড়েছেন ভক্তদের। তাই প্রশ্নটা এসেই যায়। তারকা সন্তান জাহ্নবী কাপুর, সারা আলী খানের পর কি বলিউডে দেখা যাবে সঞ্জয় তনয়া ত্রিশলা দত্তকেও!

এ বিষয়ে ‘মুন্নাভাই’তারকা সঞ্জয় বলেন, ‘আমি চাই না আমার মেয়ে সিনেমায় অভিনয় করুক। সে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে। সামনে তার সুন্দর ভবিষ্যৎ রয়েছে। অভিনয় কোনো সুনিশ্চিত পেশা নয়। এখানে আজকে কারও ক্যারিয়ার ভালো আবার কালকে তা ভালো নাও থাকতে পারে। এমন অনিশ্চিত জীবন ও (ত্রিশলা) বেছে নিক সেটা আমি চাই না।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি