ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অজয়ের ‘গোলমাল এগেইন’র বাজিমাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এবার পাইরেসির শিকার ‘গোলমাল এগেইন’। অনলাইনে ফাঁস হয়ে গেল অজয় দেবগণের ‘গোলমাল এগেইন’ এর এইচডি ভার্সন।

বক্স অফিস বলছে ‘গোলমাল এগেইন’ বেশ ভালোই ব্যবসা করছে। প্রথম দিনেই প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা করেছে রোহিত শেঠির এই সিনেমা। এমনকি এটি টক্কর দিচ্ছে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’-কেও।

গত ২০ অক্টোবর মুক্তি পায় অজয় দেবগণ, কুণাল খেমু, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, শ্রেয়াস তালপাড়ে, পরিণীতি চোপড়া, টাব্বু অভিনীত `গোলমাল এগেইন`। মুক্তির পরই এই ফিল্মটি অনলাইনে দেখা যাচ্ছে বলে শোনা যায়। তারমধ্যে কিছু ভিডিওর কোয়ালিটি খারাপ, আবার কিছু ভিডিও রয়েছে এইচডি ভার্সনে। কিছুদিন আগেই পাইরেসির শিকার হয়েছিল অভিনেতা রাজকুমার রাও-এর ফিল্ম ‘নিউটন’, যেটি ২০১৮ সালে ভারতের হয়ে অস্কারের প্রতিনিধিত্ব করছে।

সূত্র : জি নিউজ

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি