ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ কেন ডাক্তারের কাছে বিরাট-আনুষ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২৪ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঘটনা আসলে কি! বলিউড সেনসেশন আনুষ্কা শর্মা কি কোন সু-খবর দিতে যাচ্ছেন! যেখানে বিয়েই হলো না; সেখানে প্রেমিক বিরাট কে নিয়ে ডাক্তারের কাছে কি জন্য! আবার ডাক্তারের সঙ্গে ছবি তুলে তা প্রকাশ করার রহস্যটাই বা কি! এমন কি হলো যে, তাদের ছুটতে হল ডাক্তারের চেম্বারে?

চলছে গুঞ্জন। চলছে নানান কথার ঢিল ছোঁড়া ছুড়ি। তবে আনুষ্কা-বিরাট ভক্তদের অন্য কিছু ভাবার কারণ নেই। তাঁরা গেছিলেন আকুপাংচার স্পেশালিষ্টের কাছে। এই ডাক্তারের কথা নাকি তাদের জানিয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন।

তাই হবু বরকে সঙ্গে নিয়ে স্পেশালিষ্টের সঙ্গে দেখা করেই ফেললেন। আর সেই স্পেশালিষ্টও তাদের একসঙ্গে পেয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলেন না। তাইতো ক্যমেরা বন্দি করে প্রকাশ করে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি