ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কারিনার ‘বীর দি ওয়েডিং’-এর ফার্স্ট লুক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

কারিনা কাপুরের সিনেমা ‘বীর দি ওয়েডিং’। মা হওয়ার পর এই সিনেমার হাত ধরেই ফের বলিউডে ফিরতে যাচ্ছেন তিনি। অনিল কাপুর কন্যা সোনম কাপুর ও রেহা কাপুরের প্রযোজনা ও শশাঙ্ক ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে সিনেমাটি। মঙ্গলবার প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। আর প্রথম লুকেই বাজিমাত।

কারিনা কাপুর, সোনম কাপুর, স্বরা ভাস্কর, শেখ তালসানিয়া- একসঙ্গে এতো তারকা যে বিয়েতে উপস্থিত থাকবে সে বিয়ে গ্ল্যামারাস হবে সেটাই তো স্বাভাবিক। পোস্টারের লুক দেখে বোঝাই যাচ্ছে ‘বীর দি ওয়েডিং’ হবে ‘শাদি অফ দ্যা ইয়ার’।

অনেকেই বলছেন যেটা কিনা এবছরের মহিলাদের গ্যাঙের এন্টারটেইনমেন্টের অন্যতম প্রতিরূপ হয়ে উঠতে যাচ্ছে।

সিনেমার ফার্স্ট লুক সোশ্যাল সাইটে শেয়ার করেছেন অনিল কাপুর নিজেই।

গত আগস্ট মাস থেকেই শুরু হয়েছিল কারিনা, সোনমের আপকামিং সিনেমা ‘বীর দি ওয়েডিং’-এর শ্যুটিং। দিওয়ালির আগেই দিল্লিতে সিনেমার প্রথম পর্বের শ্যুটিং শেষ হয়েছে। এখন মুম্বাইয়ে এই ফিল্মের দ্বিতীয় পর্বের শ্যুটিং শুরু হয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা।

সূত্র : জি নিউজ

এসএ/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি