ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার বাড়িতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৫ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঐশ্বরিয়ার বড়িতে আগুন লেগেছে। মঙ্গলবার বিকালে আচমকাই ঐশ্বরিয়ার বান্দ্রার বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতেই থাকেন সচিন তেন্ডুলকর। দমকলের ৮টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বান্দ্রার ওই বাড়ির ১২ তলায় ফ্ল্যাট রয়েছে ঐশ্বর্যা রাই বচ্চনের। বিয়ের আগে এই ফ্ল্যাটেই বাবা-মায়ের সঙ্গে থাকতেন তিনি। বাবার মৃত্যুর পর এখন ওই ফ্ল্যাটে একা থাকেন রাইসুন্দরীর মা। ওই বাড়িরই ১০ ও ১১ তলায় ফ্ল্যাট রয়েছে সচিনেরও।

মঙ্গলবার বিকালে ১৬ তলার ওই বাড়ির ১৩ তলায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যান অভিষেক বচ্চন। সেই সময় অন্য কাজে ব্যস্ত ছিলেন ঐশ্বর্য। মা একা ওই ফ্ল্যাটে থাকায় আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তিনিও। কাজ ফেলে ছুটে যান বান্দ্রার ওই ফ্ল্যাটে। সেখানে পৌঁছে মাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৮টি গাড়ি। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

আগুন নেভার পর মাকে নিয়ে জুহুর ফ্ল্যাটে চলে যান ঐশ্বর্য। সঙ্গে ছিলেন অমিতাভ, জয়া, অভিষেকও। এমনকি মাকে বিপর্যস্ত দেখে তাঁর সঙ্গ ছাড়তে চায়নি ছোট্ট আরাধ্যাও। সচিনও আপাতত বান্দ্রার ফ্ল্যাট ছেড়েছেন। তবে তাঁর শ্বশুর, শাশুড়ি এখনও সেখানেই রয়েছে। আগুনে

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি