ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিয়ের আগেই ডিভোর্সের খবর দিলেন প্রসূন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২৫ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৩৩, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ প্রসূন আজাদ। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে বিয়ে হয় তার। বর অস্ট্রেলিয়া প্রবাসী মোহাইমিন সান। অনেক দিনের সম্পর্ক ছিল তাদের। পরে পরিবারকে না জানিয়েই বিয়ে করেন প্রসূন। বিয়ের এ খবরটি গণমাধ্যমেও আসেনি। তবে বিয়ের খবর প্রকাশের আগেই প্রসূনের ডিভোর্সের খবর প্রকাশ হলো।

এ বিষয়ে প্রসূন জানিয়েছেন, তার স্বামীর ইচ্ছায় এই বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে তা কার্যকর হতে পারে।

তিনি আরও বলেন, সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে, সেখানে আমার কী বলার থাকে? তবে এখনো সিদ্ধান্ত বদলের কিছু সময় আছে। যদি সে সিদ্ধান্ত পাল্টায়, আমি হয়তো অনেক সুখী হব।

প্রসূন তার ডিভোর্সের খবর জানতে পেরেছেন স্বামী মোহাইমিনের কাছ থেকেই।

প্রসূন বলেন, আমি আমার পরিবার নিয়ে চিন্তিত। জানি না সংবাদটা মা-বাবা কীভাবে নিবেন। আমি চাই না এমন কিছু ঘটুক, যা আমার মা-বাবা-ভাইকে কষ্ট দেয়।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি