ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গোপন বিয়ের খবর দিলেন সজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৬ অক্টোবর ২০১৭

অনেকদিন গোপন রেখে অবশেষে বিয়ের খবর প্রকাশ করলেন সঙ্গীতশিল্পী সজল। এক মাস আগে বিয়ে করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করেছেন তিনি। পাত্রী দীর্ঘদিনের পরিচিতা, বান্ধবী শাফাফ কাশফি।

শিল্পীর ঘনিষ্টজনদের সূত্রে জানা গেছে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর ঘরোয়া পরিবেশে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সেই বিয়ের খবর ও ছবি ফেসবুকে তিনি প্রকাশ করেছেন ২৫ অক্টোবর।

সজল লিখেছেন, ‌‌‘সবার কাছে দোয়া চাই আমরা। আর দাওয়াত বাকি থাকলো। সবার প্রতি ভালোবাসা।’

উল্লেখ্য, ২০১৩ সালে চ্যানেল নাইন আয়োজিত ‘পাওয়ার ভয়েস’ বিজয়ী গায়ক সজল। প্রতিযোগিতার পর খুবই কম কাজ করতে দেখা গেছে তাকে। তবে নিয়মিত স্টেজ শো করছেন তিনি।

জেমস-এর মতো দরাজ কণ্ঠ সজলের। আর এই কণ্ঠের গুনে খুবই অল্প সময়ে শ্রোতাদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন সজল। ফেসবুকে প্রায়ই তার স্টেজ শো’র ছবি দেখা যায়। এরমধ্যে জীবনের অন্যতম একটি মধুর অধ্যায়ের ছবি প্রকাশ করলেন তিনি।

 

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি