ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বনলতা সেনের চরিত্রে জয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা-কলকাতা, দুই বাংলার ব্যস্ত নায়িকা জয়া আহসান। অসাধারণ অভিনয় দিয়ে দুই দেশের দর্শকদের কাছেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এবার ‘ঝরা পালক’নামে কলকাতার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জয়া।

সিনেমাটি কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মাণ করা হবে। এতে বনলতা সেনের চরিত্রে অভিনয় করবেন জয়া। তবে মৌখিকভাবে সিনেমাটিতে অভিনয় নিয়ে পাকা কথা হলেও এখনও খাতা কলমে চূড়ান্ত হয়নি কিছুই। তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণাও আসেনি। চুক্তিবদ্ধ হওয়ার পরই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জয়া।

সিনেমাটি পরিচালনা করবেন সায়ন্তন মুখার্জি। এতে জীবনানন্দ দাশের ভাই অশোক আনন্দের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা।

এদিকে নিজের প্রযোজনায় প্রথমবার সিনেমা নির্মাণ করছেন জয়া আহসান। প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের ‘দেবী’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

সরকারি অনুদানের এ সিনেমাটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। এখন চলছে এডিটিংয়ের কাজ। এতে মিসির আলীর চরিত্রে অভিনয় করেছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি