ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

‘সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণ করে ওয়াইস্টিন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২৮ অক্টোবর ২০১৭

সংবাদ সম্মেলন ডেকে ওয়াইনস্টিনের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ আনলেন নরওয়েজিয়ান মডেল ও অভিনেত্রী নাতাশিয়া মাল্থ। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী জানান, তাকে বিছানার সঙ্গে চেপে ধরে এবং বল প্রয়োগ করে যৌনমিলনে বাধ্য করে হার্ভি ওয়াইনস্টিন।

সম্প্রতি হলিউড প্রযোজক ও পরিবেশক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন ১২ জন হলিউড অভিনেত্রী। এদের মধ্যে ছিলেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট ও জেনিফার লরেন্স, অ্যাশলি জুড, রোজ ম্যাকগোয়ান প্রমুখ। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি টু’ হ্যাশট্যাগযুক্ত নিরব প্রতিবাদ। তারই ধারাবাহিকতায় টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন নিগ্রহের অভিজ্ঞতার কথা জানিয়েছেন একাধিক হলিউড অভিনেতা ও অভিনেত্রীরা। এবারে সে তালিকায় যোগ হলো আরেকটি নাম।

সংবাদ সম্মেলনে নাতাশিয়া বলেন, ‘২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি ‘বাফটা পুরস্কার’ অনুষ্ঠানের পর লন্ডনের এক হোটেল রুমে আমাকে ধর্ষণ করেছে হার্ভি ওয়াইনস্টিন। সে সময় আমি হোটেল রুমে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করে শুনি দরজায় কেউ জোরে আঘাত করছে আর বলছে, ‘দরজা খোলো আমি হার্ভি ওয়াইনস্টিন’। দরজা খোলার পর সে রুমে প্রবেশ করে এবং আমাকে তার প্রযোজিত ‘নাইন’ ছবিতে অভিনয়ের প্রস্তাব করে। বিনিময়ে আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল সে। তার প্রস্তাবে আমি রাজি না হওয়ায় আমাকে ধর্ষণ করেছিল ওয়াইনস্টিন।’

৪৩ বছর বয়সী এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি বিছানায় বসে ওয়াইনস্টিনের সঙ্গে কথা বলছিলাম। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমাকে বিছানার সঙ্গে চেপে ধরে এবং বল প্রয়োগ করে যৌনমিলনে বাধ্য করে। সে সময় কনডমও ব্যবহার করেনি সে।’

এ ঘটনার আগে একাধিকবার ওয়াইনস্টিনের এক নারী মুখপাত্র তার সঙ্গে দেখা করেছে বলে দাবি করেন নাতাশিয়া। তিনি বলেন, ‘আমাকে তার এক নারী মুখপাত্রের মাধ্যমে যৌনমিলনের প্রস্তাব দিয়েছিলো ওয়াইনস্টিন। আমি তাতে সাড়া দিইনি। এমনকি ‘নাইন’ ছবিতেও আমি অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। ওয়াইনস্টিন ছাড়া মিডিয়ার আরও অনেকেরই যৌন লালসার শিকার হয়েছি আমি কিন্তু ওয়াইনস্টিনেরটা ছিল সবচেয়ে ভয়াবহ।’

সূত্র : গ্লোবাল নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি