ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি, বন্ধুর মেয়ের সঙ্গে বন্ধুত্ব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৩০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৫:২১, ৩০ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

‘আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি বরং আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ুন আহমেদের মেয়ে শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে!’ বেসরকারি একটি টিভি চ্যানেলে বাংলার ‘সেন্স অব হিউমার’ নামে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে কথাগুলো বলেছেন-অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। যিনি বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী।

অনুষ্ঠানের উপস্থাপক অভিনেতা জয় প্রশ্ন করেছিলেন আপনি তো হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে শীলা আহমেদের বান্ধবী ছিলেন। আপনি কীভাবে তার মেয়ের বান্ধবী হয়ে তার বাবার সঙ্গে প্রেমে জড়ালেন? এর প্রেক্ষিতে শাওন এ কথাগুলো বলেন।

অপরদিকে ‘ডুব’ ছবির শুটিংয়ের পর থেকেই -এর সঙ্গে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামটি বারবার এসেছে। ছবিটি লেখকের জীবনীনির্ভর এমন আশঙ্কা থেকে সেন্সর বোর্ডে একটি চিঠি দিয়েছিলেন লেখকের স্ত্রী অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। এ নিয়ে সংবাদ সম্মেলনও করেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের বাধা পেরিয়ে ‘ডুব’ ছবি মুক্তি পেয়েছে।

এ বিষয়ে ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে শাওন বলেন, আমি যেই আশঙ্কাগুলো করছিলাম, অনেকবার ব্যাখ্যা করেছি, আশঙ্কার কথা জানিয়ে আমি চিঠি দিয়েছি সেন্সর বোর্ডে। সেন্সর বোর্ডের গুণী যারা সদস্য রয়েছেন। যারা সম্মানিত এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যরা আছেন তারা ছবিটা দেখেছেন এবং পাঁচটি জায়গায় তারা দৃশ্য কর্তন করেছেন।

উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় ‘সেন্স অব হিউমার’ শিরোনামের অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা নিজেই করেছেন।

 

ভিডিওটি দেখতে ক্লিক করুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি