ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের জন্মদিনে ওমর সানির আবেগময় স্ট্যাটাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রের প্রিয় জুটি ওমর সানি-মৌসুমী। পর্দার এই জুটি বাস্তবেও জুটি হয়ে আছেন পারিবারিক বন্ধনে। তাদের রয়েছে দুই সন্তান। এক ছেলে ফারদিন ও এক মেয়ে ফাইজা। ২৯ অক্টোবর ছিল ফাইজার জন্মদিন। মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ওমর সানি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। লিখেছেন একটি মর্মস্পর্শী স্ট্যাটাস।

ওমর সানি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে টু ফাইজা। মা গো, তোমার দাদী ক্যান্সারে যখন ইন্তেকাল করলেন তখন আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আমি এখন কাকে মা বলে ডাকব। তখন তোমার মা’য়ের কাছে বললাম- আমার একটি মেয়ে সন্তান দরকার।

আর মহান সৃষ্টিকর্তার কাছে মেয়ে সন্তানের জন্য ফরিয়াদ করলাম। সত্যিই মহান সৃষ্টিকর্তা আমার ফরিয়াদ কবুল করলেন এবং তুমি তোমার মায়ের গর্ভে আসলা এবং এক সময় পৃথিবীতেও আসলা। আমি তোমাকে পেয়ে আমার মাকে পেলাম। মা তুমি আমার মায়ের অভাব পূরণ করলে মা। এই পৃথিবীতে যতদিন বাঁচবে, ঈমান, নামাজ, সততা, বিশ্বাস সব কিছু ঠিক রাখবে। সুস্থ থাকো মা ফাইজা।’

এই স্ট্যাটাসের সঙ্গে ওমর সানি একটি ভিডিও-ও আপলোড করেন। যেখানে মেয়ে ফাইজাকে কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায়।

এসএ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি