ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিরতি ভেঙ্গে ফিরছেন অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৬, ৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৩, ৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বিরতি ভেঙ্গে ফিরছেন তিনি। সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই ঢালিউড কুইন। বদিউল আলম খোকন পরিচালিত চুক্তিবদ্ধ সিনেমাটির নাম ‘কাঙ্গাল’।

আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। ত্রিভুজ প্রেমের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েব ও নায়ক বাপ্পী চৌধুরী।

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আমি অপুকে নিয়ে অনেক ছবি নির্মাণ করেছি, যার বেশির ভাগই হিট ছবি। আবারও তাঁকে নিয়ে ছবি ছবি নির্মাণ করছি। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দুই নায়ক ডিএ তায়েব ও বাপ্পী। ছবির গল্পটা সুন্দর। আশা করি, সবার কাছে ভালো লাগবে।’

নতুন করে ফিরে আসা নিয়ে অপু বলেন, ‘মাতৃত্বজনিত কারণে আমি প্রায় দেড় বছর নতুন কোনো ছবিতে কাজ করিনি। এখন থেকে আবারও কাজ শুরু করছি। এরই মধ্যে ‘কাঙ্গাল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। আগামী মাস থেকে ছবির শুটিং শুরু করার কথা রয়েছে।’

অপু আরো বলেন, ‘আমি এর আগে বদিউল আলম খোকন স্যারের সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। উনার সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আমি খুশি যে উনার সঙ্গে আবারও কাজ করব। ত্রিভুজ প্রেমের এই ছবিতে আমার সঙ্গে অভিনয় করবেন ডিএ তায়েব ও বাপ্পী চৌধুরী। এরই মধ্যে তাদের সঙ্গে আমার একাধিকবার বসা হয়েছে। গল্প নিয়ে নিজেদের মধ্যে কথা হচ্ছে। ছবির গল্পের চরিত্রের জন্য আমি নিজেকে তৈরি করছি।’

ছবির চিত্রনাট্য লিখছেন কাশেম আলী দুলাল। ছবিতে অপু, ডিএ তায়েব, বাপ্পী ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আনোয়ারা, অরিন প্রমুখ।

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি