ইটিভির পর্দায় চঞ্চলের ‘বিদেশী পাড়া’
প্রকাশিত : ১৭:৩৭, ৪ নভেম্বর ২০১৭
একুশে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বিদেশী পাড়া’। হিমু আকরামের নির্দেশনায় ‘বিদেশী পাড়া’ নাটকটি শুরু হয়েছে ১ নভেম্বর থেকে। সপ্তাহের ৬দিন রবি থেকে শুক্রবার রাত ৮টায় নাটকটি প্রদর্শিত হচ্ছে। এটি রচনা করেছেন অরণ্য পাশা ও নাহিদ নিয়াজী রিপন। নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে।
নাটকে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘বিদেশি পাড়া নাম শুনেই বুঝতে পারছেন। এই গ্রামের সব পুরুষই বিদেশে থাকে। এক কথায় নারী প্রধান গ্রাম। নারীরাই তাদের সংসার চালায়। আমি একজন ব্যাবসায়ী। অন্য একটা এলাকা থেকে এসে আমি সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমার একটা সুপার শপ আছে। নতুন একটা আইডিয়া। যেহেতু সব বাড়িতেই নারী, তাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি হোম ডেলিভারি দেই। একেবারে মাছ, মাংস থেকে শুরু করে সবজি পর্যন্ত। আমার সহকারীও আছে। ওদের আলাদা পোশাক। দেশের বাইরে সুপার শপে আমরা যেভাবে দেখি অনেকটা ওই রকম। ইদিানিং আমাদের দেশেও এমন হয়েছে। এক কথায় নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবে।
চঞ্চল আরও বলেন, ‘আসলে ধারাবাহিক মানেই দর্শকদের একটু আনন্দ দেওয়া। আমাদের দর্শকরাও এখন নাটক দেখতে চায় একটু আনন্দ পেতে। এ নাটকে দর্শক বিনোদন খুঁজে পাবে।
হিমু আকরামের সঙ্গে কাজ করা প্রসঙ্গে চঞ্চল বলেন, ‘এর আগেও আমি হিমু আকরামের সঙ্গে কাজ করেছি। সে দেশের বাইরে থাকে। মাঝে মাঝে দেশে আসে। তখন কিছু কাজ করে। একদিন আমাকে সে জানায়, একটা ভালো গল্প আছে ‘বিদেশী পাড়া’। আমারও গল্পটা ভালো লেগে যায়।
নাটকটিতে চঞ্চল ছাড়া আরও অভিনয় করেছেন, প্রিয়া আমান, নাদিয়া আফরিন মিম, ফজলুর রহমান বাবু, শাহনাজ খুশি, ম ম মোর্শেদ, দিহান, কামাল হোসেন বাবর, এ্যানি খান, সঞ্জিব আহমেদ, তন্দ্রা, ওয়াহিদা মল্লিক জলি, ওয়ালিউল হক রুমি, শফিক খান দিলু, শিরিন আলম প্রমুখ।
এসএ/ এআর