ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্রে অভিনয়ে আমার আগ্রহ নেই : নোবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৪, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘‘চলচ্চিত্রে অভিনয় করার জন্য অনেকেই বারবার বলছে। অনেক দিন থেকেই কিছু প্রিয় মানুষ চেষ্টা করছেন আমাকে সিনেমার নায়ক বানানোর জন্য। সম্প্রতি একজন পরিচালক চাচ্ছেন আমি যেন তার ছবিতে অভিনয় করি। কিন্তু চলচ্চিত্রে আমার তেমন কোনো আগ্রহ নেই।’’ – ইটিভি অনলাইনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন জনপ্রিয় মডেল অভিনেতা আদিল হোসেন নোবেল।

তিনি বলেন, বর্তমানে বিভিন্ন টেলিভিশনে আমার একটি রবির বিজ্ঞাপন চলছে ‘ফিরে আসা’। এই বিজ্ঞাপনে খুবই সাড়া পেয়েছি। বিজ্ঞাপনের কনটেন্টটিও ভালো। খুবই ভালো হয়েছে। দর্শকদেরও ভালো লেগেছে। মূলত: এ ধরণের ভালো ভালো কাজগুলোই করতে চাই। যাতে দর্শক অনেক দিন পরে পর্দায় পেলেও আনন্দিত হবে।

বর্তমান কর্মব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে নোবেল বলেন, আছি রবির সঙ্গে। দৈনিক ১২ ঘন্টা কজের মধ্যে ডুবে থাকি। ভালো লাগে রবি। ‘আইফ্লিক্স’ নিয়ে এসেছে তারা। এটি বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার। আমাদের দেশের সঙ্গে আন্তর্জাতিক এন্টারটেইনমেন্টের একটা যোগসূত্র তৈরি হলো। আমাদের দেশের কাজগুলো এখন বিশ্ব বাজারে থাকবে। অন্য দেশের মানুষ এখন খুব সহজে অনায়াসেই দেখতে পাবে বাংলাদেশের তৈরি বিভিন্ন সিনেমা বা অন্যান্য কনটেন্টগুলো। এ দেশের মানুষেরাও পৃথিবীর সেরা সেরা কাজগুলো দেখার সুযোগ পাবে। এটি একটি ভালো লাগার বিষয়।

অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে নোবেল বলেন, বর্তমানে সুযোগ পেলে কিছু নাটক বা টেলিফিল্মে কাজ করার চেষ্টা করি। গত ঈদে হিমেল আশরাফ পরিচালিত একটি নাটকে সুপারস্টারের ভুমিকায় অভিনয় করেছি। এতে ব্যাপক সাড়া পাই। আমার অনেক বেশি বেশি কাজ করা হয়ত হয়ে উঠে না কিন্তু যেটুকু করি ভালোভাবে করার চেষ্টা করি। কাজটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি।

অবসর সময়ে কি করেন ? এমন প্রশ্নের উত্তরে হেসে হেসে আদিল হোসেন নোবেল বলেন, গান শুনি। গান আমার ভীষণ প্রিয়। যখনই সুযোগ পাই গান শুনি এবং নিজেও গাওয়ার চেষ্টা করি। এক সময় দেশের বাহিরের শিল্পীদের গান বেশি শুনতাম। এখন সুযোগ পেলেই দেশের গান শুনি।

 

এসি/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি