ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে : মৌসুমী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:২৫, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘আমাদের চলচ্চিত্রকে কিছু অশুভ ছায়া গ্রাস করেছে। এই অশুভ ছায়া কাজের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যা দূর করতেই গঠন করা হয়েছে চলচ্চিত্র ফোরাম।’ কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্র নায়িকা মৌসুমী।

মৌসুমীর জন্মদিন ছিল গত ৩ নভেম্বর। জন্মদিন উপলক্ষ্যে চলচ্চিত্র ফোরামের উদ্যোগে আয়োজন করা হয়েছিলো বিশেষ আয়োজন। রোববার রাতে জাজ মাল্টিমিডিয়া অফিসে এ আয়োজন করা হয়। সেখানেই গণমাধ্যমকে এসব কথা বলেন চলচ্চিত্র ফোরামের আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী।

এ সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে মৌসুমী বলেন, ‘শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষা করা। এই সমিতি এটা না করে সমস্যা পাশ কাটিয়ে ফুল দেয়া ও চামচামিতে ব্যস্ত। আমার কাছে মনে হয়েছে এসব করার দরকার আছে, লিয়াজো মেইনটেইন করার দরকার আছে, কিন্তু সবার আগে দরকার শিল্পীর স্বার্থ রক্ষা করা। এই সমিতি সেটা করছে না।’

তিনি বলেন, ‘কোনো শিল্পী ভুল করলে তাকে সঠিক পথ দেখানো উচিত সমিতির। তাকে নিয়ে সিনিয়রদের সঙ্গে বসে আলাপ করে সঠিক পথ দেখানো যেতে পারে। কিন্ত সাম্প্রতিক সমস্যাগুলোতে সুন্দর সমাধানের কোনো ব্যবস্থা করেনি শিল্পী সমিতি। যে শিল্পীর কাজ নেই তার কাজের পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে না বরং যারা কাজ করছে তাদের কাজ বন্ধ করে দেয়া হচ্ছে। এতে প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

শিল্পী সমিতি যদি এসব না করত তাহলে আজ চলচ্চিত্র ফোরামের জন্ম হতো না বলেও দাবি করেন মৌসুমী।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি