ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টাইগার জিন্দা হ্যায়’র রুদ্ধশ্বাস ট্রেলার প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। অনস্ক্রিনে এই জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। অফস্ক্রিনেও তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তাঁদের প্রণয়ের সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় বলিউড ছিল সরগরম। যদিও নিজের মুখে সেকথা স্বীকার করেননি কেউই। এমনকী বিচ্ছেদের পরেও। তবুও, যা রটে তার কিছুটা হলেও বটে।

মাঝে টানা ৫ বছরের বিরতি। অবশেষে আবারও একসঙ্গে রুপোলি পর্দায় আসছেন দুজন। ‘টাইগার জিন্দা হ্যায়’-তে এই জুটিকে আবরও দেখতে পাবেন দর্শকরা।

২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। শ্যুটিং এর শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। অবশেষে মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’র ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে চোখের পলক ফেলতে পারবেন না কেউই।

সূত্র : জি নিউজ

দেখে নিন ‘টাইগার জিন্দা হ্যায়’র ট্রেলার :

 

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি