ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইন্সটাগ্রামে সুস্মিতার আবেদনময়ী ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা জাতীয় পর্যায়ে, ফ্যাশন থেকে সিনেমার দুনিয়া, সুস্মিতা সেন সব ক্ষেত্রেই চলেছেন নিজের নিয়মে। রুপালি পর্দায় তাঁকে সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্টই সক্রিয়। আর এবার ইনস্টাগ্রামে তিনি তার ভক্তদের জানালেন তাঁর মনের কথা।

আগামী ১৯ নভেম্বর তাঁর জন্মদিন। ৪২-এ পা রাখতে চলেছেন তিনি। আর চল্লিশোর্দ্ধ অভিনেত্রী তাই জানিয়েছেন, নিজেকে এই জন্মদিনে সুস্থ সবল শরীর উপহার দেওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। এই কথা জানিয়ে ইন্সটাগ্রামে ছবি এবং লেখা পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁর washboard abs-এর ছবি দেখা যাচ্ছে।

রেনি এবং আলিশাহ, দুজনকে ২০০০ এবং ২০১০ সালে দত্তক নিয়েছিলেন তিনি। আর এই দুই কন্যা নিয়ে বেশ খুশি ‘সিঙ্গল মাদার’ সুস্মিতা। বিভিন্ন কাজে ব্যস্ততা, দুই মেয়েকে সময় দেওয়া তো রয়েছেই, তবে এর পাশাপাশি প্রাক্তন মিস ইউনিভার্স কিন্তু নিজের প্রতিও যত্ন নিতে ভোলেন না। আর সুস্মিতার ইন্সটাগ্রামের এই ছবি দেখলে আপনিও যে অবাক হয়ে যাবেন তা বলাই বাহুল্য।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি