ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

‘শরীর বেয়ে ওঠানামা করছিল লোলুপ দৃষ্টি’ : বিদ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:০৭, ১১ নভেম্বর ২০১৭

বলিউডে বিদ্যা বালানের যাত্রা শুরুর সময়ের ঘটনা। ওই সময় অন্য দশ জন সাধারণ মেয়ের মত তাঁকেও নানা ধরণের অঘটনের সম্মুখীন হতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, প্রথম যখন তিনি সিনেমার জন্য অডিশন দিতে যান, তখন নাকি সেখানকারই একজন প্রতিষ্ঠিত মানুষ তাঁর দিকে তাঁকিয়ে ছিলেন লোলুপ দৃষ্টিতে। ওই ব্যক্তি তাঁর পা থেকে মাথা পর্যন্ত দেখতে শুরু করেন। বিদ্যা বালানের শরীরের উর্ধাঙ্গের দিকেই নজর ছিল ওই ব্যক্তির। যা নজর এড়িয়ে যায়নি বিদ্যা বালানের।

ওই ব্যক্তির কাণ্ড দেখে চটে যান বিদ্যা। সেখানেই তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কী?’

এরপর লজ্জা পেয়ে মাথা নিচু করে নেন ওই ব্যক্তি।

সম্প্রতি আরও একটি সাক্ষাৎকারে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন বিদ্যা বালান। তিনি বলেন, যৌন হেনস্থার শিকার হলে, এবার থেকে প্রত্যেককে মুখ খুলতে হবে। হেনস্থাকারীর নাম আনতে হবে প্রকাশ্যে। না হলে, অপরাধীরা ছাড় পেয়ে যাবে বলেও মন্তব্য করেন বিদ্যা। তবে শুধু বলিউড নয়, প্রত্যেক ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ওই ধরণের ঘটনা ঘটে বলেও মন্তব্য করেন এ অভিনেত্রী।

সূত্র : জি নিউজ

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি