ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জন্মদিনে গাড়ি উপহার পেয়ে আনন্দিত মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ১০ নভেম্বর, শুক্রবার ছিলো তাঁর জন্মদিন। নিজের জন্মদিনে গাড়ি উপহার পেয়েছেন তিনি। গাড়িটি উপহার দিয়েছেন তাঁর মা-বাবা। সেই গাড়িতে চেপে হাসিমুখে মিম কিছু ছবি তার ফেসবুকে প্রকাশ করেছেন।

ঘরোয়া আয়োজনে মিম তার জন্মদিনের কেক কাটার একটি ভিডিও ও প্রকাশ করেছেন। এছাড়া বাবা-মায়ের সঙ্গে নতুন গাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

নিজের জন্মদিনে গাড়ি উপহার পেয়ে মিম জানান, ‘তাঁর এবারের জন্মদিনে বড় চমক হচ্ছে মা-বাবার কাছ থেকে পাওয়া বিশেষ উপহার। মা ছবি সাহা ও বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, পার্ল-হোয়াইট রঙের হ্যারিয়ার গাড়ি মিমকে উপহার দিয়েছেন। এই গাড়ি নিয়ে তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন এই অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পুরস্কার হিসেবে তাঁকে একটি নতুন গাড়ি দেওয়া হয়।

মিম জানান, এত দিন ওই গাড়িটিই তিনি ব্যবহার করেছেন। এবার যুক্ত হলো নতুন গাড়ি।

উল্লেখ্য, মিম বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় ১০ নভেম্বর, ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন। মিমের বাবা বীরেন্দ্রনাথ সাহা একজন শিক্ষক এবং মা ছবি সাহা একজন গৃহিনী।

 

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি