ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মজনু পাগল চঞ্চল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ১২ নভেম্বর ২০১৭

উত্তরবঙ্গের একটি গ্রামের যুবক মজনু। একটু পাগলাটে স্বভাবের। এ কারণে এলাকার মানুষ তাকে মজনু পাগলা বলে ডাকে ও চেনে। মজনু প্রাণপণ বোঝাতে চায় যে, সে পাগল না। তবুও গ্রামের লোক তাকে উত্তেজিত করে।

ছোটবলোয় মজনুর মা-বাবা মারা যায়। অনেক সম্পত্তি ছিল মজনুর বাবার। বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। বোনের স্বামীরা মজনুর সম্পত্তি গ্রাস করার জন্য তাকে সব সময় পাগল বানিয়ে রাখতে চায়। চেষ্টা করে- মজনু যেন বিয়ে করতে না পারে। তবুও মজনু বিয়ে করতে ব্যাকুল হয়ে ওঠে। কিন্তু পাগলের সাথে বিয়ে দিবে কে? এসব গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ধারাবাহিক নাটক ‘মজনু একজন পাগল নহে’।

নাটকটিতে মজনুর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দা ও বড় পর্দার প্রিয় মুখ চঞ্চল চৌধুরী। বর্তমানে নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

বৃন্দাবন দাসের রচনা ও সঞ্জিত সরকারের পরিচালনায় নাটকটি আরটিভিতে প্রচার হবে ১২ নভেম্বর থেকে রবি , সোম, ও মঙ্গলবার রাত ১০টায়।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারহানা মিলি, নিশা, আখম হাসান, ডা. এজাজুল ইসলাম, শাহনাজ খুশি, ছন্দা প্রমুখ।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি