ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধূমপানের পোস্টারে আইনি গ্যাঁড়াকলে অক্ষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২২, ১৪ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অভয় চোপড়া পরিচালিত সিনেমা ‘ইত্তেফাক’-এ অক্ষয় খান্না আবারও একবার প্রমাণ করে দিয়েছেন যে তিনি কোন পর্যায়ের অভিনেতা। কিন্তু তাঁর এই সিনেমাই আবার বিতর্কের মুখে ফেলে দিয়েছে। সিনেমাতে ধূমপানের পোস্টারেই সমস্যায় পড়লেন তিনি। তাও আবার দিল্লির স্বাস্থ্য বিভাগ থেকে।

এই ইস্যুতে অক্ষয় খান্নাকে নোটিস পাঠিয়েই থামেননি স্বাস্থ্য বিভাগ। তার পাশাপাশি সিনেমার দুই প্রযোজক শাহরুখ এবং করণ জোহরকেও নোটিস পাঠানো হয়েছে।

এই নোটিসে বলা হয়েছে, এই পোস্টারে Cigarette & Other Tobacco Products Act 2003-এর বিরোধিতা করা হয়েছে। বলিউডি সিনেমার একটা প্রভাব তরুণ প্রজন্মের ওপর পড়ে। তাই এই বিষয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই নিয়ে সিনেমার দুই প্রযোজক বা অক্ষয়ের কোনো প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ/এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি