ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নতুন বছরে পরীমনির চমক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৫৮, ১৫ নভেম্বর ২০১৭

খুব বেশিদিন হয়নি বড়পর্দায় ক্যারিয়ার শুরু করেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সময়টা মাত্র তিন বছর। ২০১৫ সালে শাহ আলম মন্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু। এরপর খুব অল্প সময়ের মধ্যেই বড়পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যে বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ক্যারিয়ারের শুরুতে বেশকিছু সিনেমাতে অভিনয় করলেও বর্তমানে কাজ করছেন বেছে বেছে।

চলতি বছরে পরী অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি হচ্ছে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ও অপূর্ব রানার ‘ইনোসেন্ট লাভ’। এ দুটি সিনেমাতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন যথাক্রমে জায়েদ খান ও জেফ।

নতুন দুই সিনেমা নিয়ে পরী বলেন, ‘দুটি সিনেমাই আমার কাছে ভীষণ আপন। এগুলো আমার ক্যারিয়ারের দুই সময়ের হলেও একই মাসে মুক্তি পাচ্ছে। এসবের মধ্যে ‘ইনোসেন্ট লাভ’ ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা। বলতে গেলে আমার অভিনীত চার নম্বর সিনেমা ছিল এটি। তাই ওই সময়ে আমি কেমন ছিলাম, দর্শক তা পর্দায় উপভোগ করতে পারবেন। ‘ইনোসেন্ট লাভ’ সিনেমাটিতে ইনোসেন্ট লুকের পাশাপাশি আমাকে সেভাবে গল্প দিয়েও উপস্থাপন করার চেষ্টা করেছেন পরিচালক। আর ‘অন্তর জ্বালা’ সিনেমাতে দর্শক একজন পরিপক্ক আর্টিস্টকে দেখতে পাবেন।’

নতুন সিনেমা নিয়ে পরীমনি বলেন, ‘আমি প্রতিটি কাজকে অনেক সম্মান করি। তবে আমি এখন অনেক বুঝে শুনে কাজ করতে চাই। আর একজন শিল্পীর ভালো মন্দ বাছাইয়ের ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। কোনো সিনেমাকে বা কাজকে ছোট করে বলছি না, আমার যে কাজটি মনে ধরবে সেটা আমি অবশ্যই করব।’

সামনে চাইনিজ একটি সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন পরী। সিনেমার নাম ‘চেজিং মার্ডার’। নির্মাণ করবেন হুজিয়াহুই ও ডেনিপ্যাং।

পরবর্তী নতুন সিনেমা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘নতুন বছরে নতুন সিনেমার খবর দিতে চাই। এখনই সব বলতে চাই না। কিছু চমক আমার হাতে থাক।’

উল্লেখ্য, নতুন বছরে পরীমনি অভিনীত ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত আলোচিত একটি সিনেমা মুক্তি পাবে। সিনেমার নাম ‘স্বপ্নজাল’। এ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী পরীমনি। সিনেমাটিতে নবাগত অভিনেতা ইয়াশ রেহানের বিপরীতে কাজ করেছেন তিনি।

এছাড়া শামীমুল ইসলাম শামীমের ‘আমার প্রেম আমার প্রিয়া’, শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ সিনেমাতেও কাজ করেছেন পরীমনি। এসব সিনেমাতে যথাক্রমে কায়েস আরজু ও সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি