ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানামাছির গল্প সত্যিই অন্যরকম : সুজানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩৪, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

এবার খ্রিস্টান তরুণীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সুজানা জাফর। ‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে তাকে এই চরিত্রে দেখা যাবে। তিন বান্ধবীর গল্প নিয়ে ‘কানামাছি’ নাটকটি নির্মিত হয়েছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুজানা বলেন, ‘নাটকের গল্পটি সত্যি অন্যরকম। একই নাটকে তিন ধর্মের তিন বান্ধবীর সম্পর্কের রূপদান দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা ও মৌসুমী হামিদ। তারা যথাক্রমে হিন্দু ও মুসলিম ধর্মের তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বি ইউ শুভ।
‘কানামাছি’ নাটকটি এ মাসের শেষের দিকে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে সুজানা একই নির্মাতার ‘লাইফ ইন এ মেট্রো’ শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি