ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সরকারি চাকুরি করতেন এইসব তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:৩১, ১৬ নভেম্বর ২০১৭

তারকাদের নিয়ে কৌতুহলের শেষ নেই। বিশেষ করে সাধারণ মানুষ সব সময়ই তারকাদের ব্যাক্তিগত জীবন সম্পর্কে জানতে আগ্রহী। সে হোক পর্দার তারকা অথবা মাঠের। মজার বিষয় হচ্ছে যাদেরকে আমরা তারকারা হিসেবে চিনি তারা কিন্তু এক দিনেই তারকা হয়ে যাননি। জীবনের শুরুর দিকে প্রত্যেককেই কষ্ট করে হয়ে উঠতে হয়েছে খ্যাতিমান তারকা। তবে কেউ কেউ ব্যাক্তিগত জীবনে শুরুর দিকে ভিন্ন পেশার সঙ্গেও যুক্ত থাকেন। কেউ আবার সরকারি চাকুরি ছেড়ে দিয়ে চলে আসেন পছন্দের সেক্টরে। তা হতে পারে মিডিয়া, খেলাধুলা কিংবা ভিন্ন কোন মাধ্যম। এমন কয়েকজন ভারতীয় তারকাদের নিয়ে সাজানো হয়েছে প্রতিবেদনটি -

 

দেব আনন্দ :
নিজের অভিনয় আর স্টাইল দিয়ে এক সময় বলিউড দাপিয়েছিলেন এই অভিনেতা। তিনি চার্চগেটে মিলিটারি সেন্সর অফিসে কাজের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন।

অমরিশ পুরী :
প্রথম জীবনে স্ক্রিন টেস্টে সাফল্য না পেয়ে সরকারি চাকরিতে ঢুকে পড়েছিলেন তিনি। এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়ায় (ইএসআইসি)কর্মরত ছিলেন অমরিশ।


জনি ওয়াকার :
বোম্বের সরকারি বাসের কন্ডাক্টার ছিলেন এই বিখ্যাত কমেডিয়ান। সেখানেই পরিচালক গুরু দত্ত তাঁকে দেখেন এবং সিনেমায় অভিনয়ের অফার দেন।

রাজকুমার :
১৯৫২ সালে ‘রঙ্গিলী’ সিনেমাতে প্রথম অভিনয়। তার আগে ১৯৪০ সালে বোম্বে পুলিশে সাব ইন্সপেক্টর ছিলেন তিনি।

অমল পালেকর :
অভিনয়কে ফুল টাইম কেরিয়ার করে নেওয়ার আগে ‘ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র কর্মী ছিলেন তিনি।


দিলীপ কুমার :
খুব ভাল ইংরেজি লিখতে এবং বলতে জানতেন ‘ট্রাজেডি কিঙ্গ’। সে কারণে এক আর্মি ক্লাবের স্যান্ডুইচ স্টলে কাজ জুটে গিয়েছিল তাঁর।

শিবাজী সতম :
এই বিখ্যাত অভিনেতা একটা সময় ‘সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া’র ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

মহেন্দ্র সিংহ ধোনি :
২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত খড়গপুর রেলস্টেশনের টিকিট পরীক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।

রজনীকান্ত :
বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিস (বিটিএস)-এর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করতেন দক্ষিণ ভারতের ‘থালাইভার’।

সূত্র : আনন্দবাজার

এসএ/




Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি