ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে আসবেন অ্যাঞ্জেলিনা জোলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:২১, ১৬ নভেম্বর ২০১৭

জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বিশ্বব্যাপী মানবতার প্রচার, বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য বিশেষভাবে সমাদৃত তিনি। জোলি ভক্তদের জন্য সুখবর- রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন এই হলিউড অভিনেত্রী।

এর আগে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই শুভেচ্ছাদূত। তিনি মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান ও সেখানকার সহিংস ঘটনায় প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা, বিশেষ করে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনার চরম নিন্দা জানান।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, এর আগে ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন এন্ড এ্যবিউজ’ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন জোলি।

অ্যাঞ্জেলিনা জোলি যেন রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেন সেই আহ্বান জানানো হয় ওই বৈঠকে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে সেটার ভূয়সী প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

সূত্র : বিবিসি

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি