ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিলামে বিক্রি হল বব ডিলানের সেই গিটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:১৫, ১৬ নভেম্বর ২০১৭

গানের কবি বব ডিলানের জন্য বাংলাদেশের মানুষের রয়েছে আলাদা দুর্বলতা। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামে একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন।  ১৯৭১ সালের ১ আগস্ট পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। ওই সময় কনসার্ট ফর বাংলাদেশে যে গিটার বাজিয়েছিলেন বব ডিলান, সেটি নিলামে বিক্রি হয়েছে। তিন লাখ ৯৬ হাজার ডলারে এটি বিক্রি হয়।
গত শনিবার ডালাসে হেরিটেজ অকশনসের নিলামে পরিচয় গোপন রেখে এক ক্রেতা ১৯৬৩ সালে তৈরি মার্টিন ডি-টোয়েন্টিএইট অ্যাকুস্টিক গিটারটি কিনে নেন।
আয়োজকরা আশা করেছিলেন, সাহিত্যে নোবেলজয়ী ডিলানের ওই গিটারের ডাক তিন লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত নিলামের দাম তাদের আশা ছাড়িয়ে যায়।
১৯৬০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আরও অনেক কনসার্টে গিটারটি বাজিয়েছেন বব ডিলান। পরে তিনি হাতে তুলে নেন গিবসন। ১৯৭৭ সালে ওই মার্টিন ডি-টোয়েন্টিএইট ৫০০ ডলারে বিক্রি করে দেন তার গিটার মেরামতকারী ল্যারি ক্রেইগের কাছে।
চার দশক যত্ন করে সংরক্ষণের পর ক্রেইগই গিটারটি নিলামের জন্য হেরিটেজ অকশনসকে দেয়।    
সূত্র : ফক্স নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি