ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বিজয় দিবসে সুমাইয়া শিমু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:০২, ১৮ নভেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধের নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। এর নাম `জয়তু`। এ নাটকে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন শিমু।

একাত্তরের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে নাটকটির কাহিনী গড়ে উঠেছে।

এটি লিখেছেন জহির করিম। পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকে শিমুর বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান।

শিমু জানান, দেশ স্বাধীনতায় বীরাঙ্গনা নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় এ নাটকে মুক্তিযুদ্ধকালীন নারীদের ত্যাগ ও সাহসী ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

আসন্ন বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

 

/ডিডি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি