ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক মিনিটের জন্য ৪০ লাখ রুপি চাইলেন প্রিয়াঙ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ১৮ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মাত্র ৩০ মিনিটের পারিশ্রমিক হিসেবে ১২ কোটি রুপি চাইলেন প্রিয়াঙ্কা চোপড়া। ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য এমনই পারিশ্রমিক দাবি করলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্পেনের একটি অনুষ্ঠানে ৩০ মিনিট পারফর্ম করার জন্য ওই বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন প্রিয়াঙ্কা। ওই অনুষ্ঠানে পর পর বেশ কয়েকটি হিন্দি গানে পারফর্ম করতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
আর তার জন্যই ওই পারিশ্রমিক দাবি করেছেন তিনি।
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের ১০০ জন জনপ্রিয় নারীর তালিকায় স্থান পান প্রিয়াঙ্কা। এ তালিকায় তার নাম রয়েছে ৯৭ নম্বরে।
উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়া বলিউড যাত্রা শুরু করেন ২০০৩ সালে। এরই মধ্যে ৪০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে হলিউডে মুক্তি পায় তার অভিনীত ‘বে ওয়াচ’ সিনেমাটি। মার্কিন টেলিভিশনে ‘কোয়ানটিকো’ দিয়ে বিদেশি টেলিভিশনে ক্যারিয়ার শুরু করেন প্রিয়াঙ্কা।
সূত্র : স্পটবয়

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি