ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্বপ্নীল রাজিবের ‘তোমায় নিয়ে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৭, ১৮ নভেম্বর ২০১৭

নিঝুম রাতে নিঝুম দ্বীপে একলা থাকতে থাকতে, একলা থাকার ইচ্ছেটা মরে গেছে। পোড়া চোখ আবার স্বপ্ন দেখছে তোমায় কাছে পাবার। আর তাইতো আমার রাতগুলো কাটে শব্দ খোঁজার তালে। আর তোমায় খুঁজি আমারই খাতার শব্দ জটের ভিড়ে।

প্রিয়ার বিরহের এমনই আকুতি প্রকাশ পেয়েছে স্বপ্নীল রাজিবের ‘তোমায় নিয়ে’ গানটিতে। গানটির কথা লিখেছেন রাজিন ইমরান রানা। আর সুর করেছেন শিল্পী নিজেই। এটির সঙ্গীত পরিচালনায় ছিলেন জাহিদ বাশার পঙ্কজ। গানটির মিউজিক মিক্সিং করেছেন সঙ্গীত শিল্পী সুজন আরিফ।

স্বপ্নিল রাজিবের ‘তোমায় নিয়ে’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ৩ নভেম্বর।

গাটি প্রসঙ্গে স্বপ্নীল রাজিব বলেন, ‘এবারই প্রথম নিজের সুরে গান গাইলাম। তাই ভালোলাগাটাও একটু অন্যরকম। তাছাড়া অনেকদিন পরে একটি মেলোডিয়াস গানে কণ্ঠ দিলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’  

গানটি শুনতে চাইলে ক্লিক করুন :

 

এছাড়া জিপি মিউজিকের এই লিংকেও গানটি পাওয়া যাচ্ছে :

http://player.gpmusic.co/releases/93227

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি