ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টিনার কণ্ঠে আধুনিক গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৮, ১৯ নভেম্বর ২০১৭

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী টিনা মোস্তারি একটি আধুনিক গান গেয়েছেন। `ভ্রমর` শিরোনামের গানটির সুর-সঙ্গীত করেছেন সুজন আরিফ। গানটিতে মানবজীবনের সুখ-দুঃখের কথা রূপকভাবে ফুটে উঠেছে।

এ মিজানের কথার গানটি বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তনে’ আজ প্রচার হবে। টিনা বলেন, ‌`গানটির কথা খুবই চমৎকার। আশা করি, সবার ভালো লাগবে।`

সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তনে’র নুতন এ পর্বটি পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ। আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এটি প্রচার হবে।

‘পরিবর্তনে’র এবারের পর্বে চলচ্চিত্র নিয়ে নোংরা প্রচারনীতি, ফেসবুক চিকিৎসা কেন্দ্র, ঘুষ, দুর্ণীতি, অনিয়ম, বাড়িওয়ালাদের অযৌক্তিক বাড়ি ভাড়া বৃদ্ধি, ভাড়াটিয়াদের দোষ-ত্রুটি, ইভটিজিং, বিদ্যুতের প্রিপেইড বিল সিষ্টেম, মরণ ফাঁদ ব্লু হোয়েল গেমস, ধুমপানে বিষপান, মুদ্রাদোষ, নিয়ম মানা না মানা, ফেসবুকের অপব্যবহার, অপসংস্কৃতি চর্চা, পারস্পরিক সন্দেহ-অবিশ্বাস, শীতকালীন পোশাক-পরিচ্ছদ, সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত বিভিন্ন এ্যাপসসহ প্রভৃতি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে।

 

/ডিডি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি