ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জহির রায়হানের গল্পে অপর্ণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ২০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা জহির রায়হানের রচিত ছোটগল্প ‘হারানো বলয়’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘হারানো অধ্যায়’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। নাটকটি নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটিতে অপর্ণার বিপরীতে অভিনয় করেছেন হিল্লোল।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘এমন একজন বড় মাপের মানুষের গল্পের আবহে নির্মিত নাটকে আমি কাজ করেছি। এটা অনেক বড় পাওয়া। আবেগ জাগানো একটি গল্প। আশা করি নাটকটি সবার পছন্দ হবে।’

নাটকটি আগামী ২২ নভেম্বর বিটিভিতে প্রচার হবে।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি