ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আবারও জয়ের কথা ও সুরে নচিকেতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ২০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৪:১৫, ২০ নভেম্বর ২০১৭

জয় শাহরিয়ারের কথা-সুরে আবারও গাইলেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটির নাম ‘শেষ সময়’।

গত ১৫ নভেম্বর কলকাতার পার্ক স্ট্রিট-এর মিউজিক রুম ষ্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন এই শিল্পী।

গানটি নিয়ে নচিকেতা বলেন, ‘নতুন যারা কাজ করছে দুই বাংলায়, তাদের মধ্যে জয়ের কাজ আমার বেশ ভালো লাগে। ও একজন কবি। লিরিকে কাব্য না থাকলে সেটা আমার পছন্দ না, ওর গানে কাব্য খুঁজে পাই।’

এদিকে জয় বলেন, ‘যাদের গান শুনে পথ চলছি, নচিদা তাদের একজন। ওনার জন্য গান করতে পারাটা আমার কাছে স্বপ্নের মতোই।’

জয় আরও জানান, গানটি নতুন বছরের প্রথম দিন এমোজ রেকর্ডস এর ব্যানারে প্রকাশ পাবে।

উল্লেখ্য, এ বছর পহেলা বৈশাখে জয় শাহরিয়ারের কথা-সুরে নচিকেতার প্রথম গান ‘হয়তো আবার’ শ্রোতা মহলে ভালো প্রশংসা কুড়ায়।

 

‘হয়তো আবার’ গানটি শুনতে ক্লিক করুন :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি