ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্টুডেন্ট অব দি ইয়ার ২’র ফাস্ট লুক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আরও একজন স্টুডেন্ট পেতে যাচ্ছে বলিউড। বহু প্রতীক্ষিত সিনেমা - ‘স্টুডেন্ট অব দি ইয়ার-২’ আসছে।

বেশ কিছু দিন আগে বলা হয়েছিল- খুব শিগগির এই সিনেমার শুটিং শুরু হবে। তবে ঘোষণা হলেও সিনেমার শুটিং শুরু হয়নি। নতুন খবর হচ্ছে হঠাৎ করেই এই সিনেমার প্রথম দর্শন প্রকাশ পেয়েছে। সিনেমা সংশ্লিষ্টরা চমকে দিয়েছেন সবাইকে। তাও আবার পোস্টারে টাইগার শ্রফের ছবি দিয়ে।

সিনেমার পোস্টার শেয়ার করে প্রযোজক করন জোহর ঘোষণা দিয়েছেন, এই সিনেমার সিক্যুয়াল চলবেই।

সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পুনিত মালহোত্রা। এর দুটি প্রধান নারী চরিত্র থাকবে। এতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে কিছুই জানা যায়নি।

যদিও সারা আলী খান ও অহনা পান্ডের নাম শোনা যাচ্ছে। তবে কেউ বিষয়টি নিশ্চিত করেনি। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা।

টাইগার শ্রফ বর্তমানে ‘ভাগি-২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। সিনেমায় তার বিপরীতে রয়েছেন দিশা পাটনি। শোনা যাচ্ছে, অ্যাকশনে ভরপুর এই সিনেমার গল্প। এরই মধ্যে টাইগার তার অংশের শুটিং প্রায় শেষ করে ফেলেছেন।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি