ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও শাকিব-বুবলীর রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ০৯:৪০, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আবারও দেখা যাবে শাকিব-বুবলীর রসায়ন। ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ শিরোনামের একটি সিনেমায় দর্শক তাদের আবারও এক সঙ্গে দেখবেন। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে সিনেমাটি নির্মাণ করা হবে। এই সিনেমার নায়ক হিসেবে শাকিবের নাম আগে থেকে জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না। অবশেষে সিনেমাটিতে শাকিবের নায়িকা হচ্ছেন বুবলী।

সিনেমার প্রযোজক সেলিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই সিনেমাতে শাকিব খানের নায়িকা হবেন বুবলী। তার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। বুবলী কাজ করতে সম্মতি জানিয়েছেন। কিছুদিন পর শাপলা মিডিয়ার বাকি সিনেমাগুলোর সঙ্গে এই সিনেমার মহরত করা হবে।’

‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ সিনেমাটি পরিচালনা করবেন উত্তম আকাশ।

নির্মাতা উত্তম আকাশ বলেন, এ সিনেমাতে বুবলীকে নেয়া হচ্ছে। প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন।

উল্লেখ্য, শাকিব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগীরি’। এরপর তারা জুটি বেঁধে ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করেছেন। একই সঙ্গে এই জুটি অভিনয় করেছেন ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমায়। এছাড়া শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের আরো একটি সিনেমাতে অভিনয় করবেন বুবলী।

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি