ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হট ছবি পোস্ট করে বিতর্কে এষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৩ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪১, ২৩ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সম্প্রতি ম্যাগাজিনের শুটিংয়ের জন্য খোলামেলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এষা গুপ্তা। সুইমস্যুট পরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু ওই ছবির জন্য এষাকে প্রবল সমালোচনার মুখেও পড়তে হয়। তাঁকে কুরুচিকর ও ব্যক্তিগত আক্রমণ করা হয়। কিন্তু সেই সব আক্রমণকে পাত্তাই দিলেন না অভিনেত্রী। উল্টো আবারও একটি সুইমস্যুট পরা ছবি পোস্ট করেন তিনি।

লাল রঙের বিকিনি পরা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফুলের পর ইশ্বরের পবিত্রতম সৃষ্টি নারী’।

উল্লেখ্য, খোলামেলা পোশাকে ইন্টারনেট দুনিয়ায় ছবি পোস্ট করা যেন বলিউড অভিনেত্রীদের পেশায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীদের উদ্দেশ্য করে কটু কথা বলা বা ‘স্লাট শেমিং’ কোনও পাত্তাই পায় না তাদের কাছে।

আর বলিউড অভিনেত্রী এষা গুপ্তা তো আরও একধাপ এগিয়ে। সমালোচনাকে একটুকুও গুরুত্ব দেন না তিনি। উল্টো ‘ট্রোলার’দেরই একহাত নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের আরও বোল্ড ফটো আপলোড করে সমালোচকদের জবাব দেন তিনি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি